বিএনপির স্থায়ী কমিটির সদস্য নির্বাচন ও নির্বাহী কমিটি গঠনের ভার দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে দিয়েছেন কাউন্সিলররা।
শনিবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বিএনপির ষষ্ঠ কাউন্সিলে সর্বসম্মতিক্রমে এ খালেদাকে এ দায়িত্ব দেওয়া হয়।
কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে তাকে এ দায়িত্ব অর্পণের প্রস্তাব করেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি কাউন্সিলরদের উদ্দেশে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর আমাদের আস্থা আছে। তিনি স্থায়ী কমিটির সদস্য নির্বাচন ও নির্বাহী কমিটি গঠন করবেন। তার ওপর এ দায়িত্ব অর্পণে আমাদের কি আস্থা আছে?
তখন কাউন্সিলররা একযোগে ‘হ্যাঁ’ বলেন। এরমাধ্যমে দায়িত্ব দু’টি খালেদা পেলেন।
বিডি-প্রতিদিন/ ১৯ মার্চ ১৬/ সালাহ উদ্দীন