নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন সোনালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ফজলে কবীর। আজ রবিবার দুপুর ১২টার দিকে তিনি বাংলাদেশ ব্যাংকে এসে পৌঁছান। এর আগে সকাল দশটা থেকে তিনি তার সাবেক কর্মক্ষেত্র সোনালী ব্যাংকে ছিলেন। আর কিছু সময় পরে নতুন কর্মস্থলে যোগদান বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন নতুন গভর্নর।
গত ১৬ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে সাবেক অর্থসচিব ফজলে কবিরকে নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সাবেক জ্যেষ্ঠ সচিব ও সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফজলে কবিরকে বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২-এর ১০ (৫) ধারা অনুযায়ী বর্তমান পদ এবং অন্য সব প্রতিষ্ঠানের কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। নতুন এই গভর্নরের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর।
বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা হ্যাকিংয়ের প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতিতে সদ্য বিদায়ী গভর্নর ড. আতিউর রহমান পদত্যাগ করেন। তার পরেই ফজলে কবীরকে নিয়োগ দেওয়া হয়।
ফজলে কবীর ১৯৮০ সালের অক্টোবরে বাংলাদেশ সিভিল সার্ভিসের রেলওয়ে (পরিবহন এবং বাণিজ্যিক) ক্যাডারে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে ১৯৮৩ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। ৩৪ বছরের পেশাজীবনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়সহ মাঠপর্যায়েও প্রশাসকের দায়িত্ব পালন করেন। তিনি কিশোরগঞ্জের জেলা প্রশাসক, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এবং অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব, জাতীয় পরিকল্পনা এবং উন্নয়ন একাডেমি, বিসিএস প্রশাসন একাডেমিতে মহাপরিচালক হিসেবে কাজ করেন। তিনি ২০০৮ সালে জাতিসংঘের ফিন্যান্স এবং বাজেট কমিটি সেশনে বাংলাদেশ ডেলিগেশনের নেতৃত্ব দেন।
বিডি-প্রতিদিন/২০ মার্চ ২০১৬/শরীফ