জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশের সামনে পাচটি চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন।
আজ রাজধানীর হোটেলে সোনারগাঁওয়ে 'এসডিজি : চ্যালেঞ্জ ফর বাংলাদেশ' শীর্ষক এক ডায়ালগে তিনি এ কথা জানান। বাংলাদেশ ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) উদ্যোগে এই ডায়ালগের আয়োজন করা হয়।
জাহিদ হোসেন বলেন, 'এসডিজি অর্জনে বাংলাদেশের সামনে পাঁচটি চ্যালেঞ্জ রয়েছে। সেগুলো হলো- স্থানীয় ও বৈশ্বিক অর্থায়ন, অগ্রাধিকার লক্ষ্য নির্ধারণ ও বাস্তবায়ন, আর্থিক চ্যালেঞ্জ নির্ধারণ, এসডিজির লক্ষ্য বাস্তবায়নে সবার অংশগ্রহণ এবং উন্নয়নের জন্য বিশ্বব্যাংক গ্রুপ থেকে অর্থ সংগ্রহ।'
ডায়ালগে আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আইসিসি সভাপতি মাহবুবুর রহমান, অর্থনীতিবিদ ড. এবি মির্জা আজিজুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/২০ মার্চ ২০১৬/শরীফ