জনপ্রিয় চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, তাঁর মৃত্যু দেশের চলচ্চিত্রশিল্পের জন্য একটি অপূরণীয় ক্ষতি। শেখ হাসিনা দিতির রুহের মাগফিরাত কামনা করেন।
এ ছাড়া দিতির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও চলচ্চিত্র পরিচালক সমিতি।
এ দিকে চিত্রনায়িকা দিতির মৃত্যু সংবাদ শুনে তাঁকে শেষবারের মতো দেখতে হাসপাতালে ছুটে যান দীর্ঘদিনের সহকর্মীরা। প্রিয় সহকর্মীকে হারিয়ে তাঁরা কান্নায় ভেঙে পড়েন। হাসপাতালে দিতিকে দেখতে গিয়েছিলেন ববিতা, সুবর্ণা মুস্তাফা, মৌসুমী, ওমর সানি, অরুণা বিশ্বাস, মিশা সওদাগর, সুব্রত, নওশীনসহ আরও অনেকে।
আট মাস রোগভোগের পর রবিবার (২০ মার্চ) বিকেলে মারা গেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিতি। মৃত্যুকালে তিনি লামিয়া ও দীপ্ত নামের দুই সন্তানসহ অনেক ভক্ত ও শুভাকাঙ্খি রেখে গেছেন।
দিতির অসুস্থতার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছিলেন। উন্নত চিকিৎসার জন্য দিতির সন্তানদের ১০ লাখ টাকা অর্থ সহায়তা করেছিলেন।
বিডি-প্রতিদিন/২০ মার্চ ২০১৬/ এস আহমেদ