আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। ২৮ মার্চের পরিবর্তে আগামী ১০ ও ১১ জুলাই দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
গণভবনে অনুষ্ঠিত রবিবার দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করতে বৈঠকে বসে দলটির কার্যনির্বাহী সংসদ। সন্ধ্যা ৭টায় গণভবনে এ সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিডি-প্রতিদিন/২০ মার্চ ২০১৬/ এস আহমেদ