বিএনপির ষষ্ঠ কাউন্সিলে যোগ দেয়া বিভিন্ন বিদেশি অতিথি দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তাদেরকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে লেখা বই উপহার দিয়েছেন তিনি।
রবিবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় তারা সাক্ষাৎ করতে গেলে তাদের এই উপহার দেন তিনি। খালেদা জিয়ার প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, রিয়াজ রহমান, শিকাগো বিএনপির সভাপতি মোজাম্মেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রায় ছয় বছর পর শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয় বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল। এতে বেশ কয়েকজন বিদেশি প্রতিনিধি যোগ দেন।
বিডি-প্রতিদিন/২০ মার্চ ২০১৬/ এস আহমেদ