পরিবেশ ও বন উপমন্ত্রী অাব্দুল্লাহ অাল ইসলাম জ্যাকব বলেছেন, যে কোনো মূল্যে দখলদারদের কাছ থেকে বন রক্ষা করবো। তিনি বলেন, অাজকে যারা বনভূমিকে অবৈধভাবে দখল করছেন, তাদের ছাড় নেই। দখলদাররা যতোই প্রভাবশালী হোন না কেন, অচিরই বন উদ্ধার করবো। সরকার বন রক্ষার্থে জিরো টলারেন্সে অাছে।
সোমবার সকালে অাগারগাঁও বন ভবনে অান্তর্জাতিক বন দিবস-২০১৬ এর অালোচনা সভায় এসব কথা বলেন তিনি। এবারের বন দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘করলে রক্ষা সবুজ বন, থাকবে পানি, বাঁচবে জীবন’।
মন্ত্রী এসময় সরকারের সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, অামরা পলিথিনের কারখানা বন্ধ করেছি। ট্যানারিও সরাতে হবে। পরিবেশ ধ্বংসকারী প্রতিষ্ঠান রক্ষার্থে অনেকে অামাকে ফোন দেন। কিন্তু কাউকে ছাড় দেওয়া হবে না।
অালোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসার্ভেশন অব নেচারের (অাইউসিএন) প্রতিনিধি ইশতিয়াক উদ্দীন অাহমেদ।
অালোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান বন সংরক্ষক ইউনুছ অালী। এতে অংশ নেন পরিবেশ ও বনসচিব কামাল উদ্দিন অাহমেদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২১ মার্চ, ২০১৬/ রশিদা