প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রায়োগ করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। তবে ভোট কারচুপি ও সহিংসতা হলে রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়ী থাকবে।
তিনি আজ সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে এক বিফ্রিং এ কথা বলেন।
কাজী রকিব উদ্দিন আহমেদ বলেন, ‘আগামীকালের নির্বাচনকে সুষ্ঠুভাবে করার জন্য জেলা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে আরো বাড়ানো হবে।’
তিনি বলেন, ‘কেন্দ্রে কেন্দ্রে থাকবে পুলিশ, বিজিবি, র্যাব, এপিবিএন, আনসার ব্যাটালিয়ন ও আনসার-ভিডিপির সদস্যরা। টহলে থাকবে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স। প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২০ জন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যও থাকবে।’
বিডি-প্রতিদিন/ ২১ মার্চ ১৬/ সালাহ উদ্দীন