জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের প্রভোস্টের বিরুদ্ধে নানা অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। সোমবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিল হলে এ ঘটনা ঘটে। এছাড়া আজ মঙ্গলবার সকালে উপাচার্যের কাছে প্রায় চার শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত একটি স্বারকলিপি দেয় ওই হলের শিক্ষার্থীরা।
জানা যায়, প্রভোস্ট অধ্যাপক ড. মু. নজিবুর রহমানের অসৌজন্যমূলক আচরণে দীর্ঘ দিন ধরে ক্ষুদ্ধ ছিলেন ওই হলের শিক্ষার্থীরা। এ নিয়ে সোমবার রাত সাড়ে ১১টায় হলের কমনরুমে একটি সাধারণ সভা করে শিক্ষার্থীরা। সেখানে প্রভোস্টের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে আসলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাত ১২ টার দিকে হলের ভেতরে তার পদত্যাগ দাবি করে বিক্ষোভ মিছিল করে। পরে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ওই প্রভোস্টের বিরুদ্ধে নানা অভিযোগ এনে উপাচার্য বরাবর স্বারকলিপি দেয় তারা। অভিযোগগুলোর মধ্যে রয়েছে, হলের শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করা, ডাইনিংয়ের বাবুর্চি দিয়ে নিজের বাসায় কাজ করানো, হলের প্রথম পুনর্মিলনীতে অসহযোগিতামূলক আচরণ, শৌচাগারের বেহাল দশা, ডাইনিং ও হলের সামনের দোকানগুলোর খাবারের মান নিম্ন হলেও তদারকি না করা, ইন্টারনেট সংযোগের বেহাল দশা, গণরুমে প্রথম বর্ষের শিক্ষার্থীদের মানবেতর জীবনযাপন সত্ত্বেও ব্যবস্থা না নেওয়া, খেলাধুলার সামগ্রী না কেনা, খেলার মাঠ সংস্কার না করা ইত্যাদি। এছাড়া স্বারকলিপিতে প্রভোস্টকে অদক্ষ ও অযোগ্য উল্লেখ করে অতি দ্রুত তাকে অপসারণ করে সৎ ও দক্ষ একজন হল প্রভোস্ট নিয়োগের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় উপাচার্য তাদের কথা আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এদিকে এ বিষয়ে জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও প্রভোস্ট অধ্যাপক ড. মু. নজিবুর রহমানকে পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/২২ মার্চ ২০১৬/ এস আহমেদ