গার্মেন্টস শ্রমিকরা এখনও যে মজুরি পান তা দিয়ে সংসার চালানো সম্ভব নয়। তাই এসব শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনঃনির্ধারণ করে ১৫ হাজার টাকা করার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
গত বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পে-স্কেল ঘোষণার পর ধারণা করা হয় যে শ্রমিকদের জন্য মজুরি পুনঃনির্ধারণ করা হবে। কার্যত তা করা হয়নি।
সমাবেশে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি জাহেদুল হক মিলু বলেন, 'দেশের সর্বোচ্চ পরিমাণ রপ্তানি পণ্য গার্মেন্ট দ্রব্য উৎপাদনকারী শ্রমিকরা মানবিক জীবন যাপনের নানা অধিকার থেকে বঞ্চিত। বাংলাদেশ গার্মেন্ট পণ্য উৎপাদন বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানের অধিকারী, কিন্তু মজুরিতে বিশ্বের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে।'
তিনি আরো বলেন, 'গত বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পে-স্কেল ঘোষণার পর ধারণা করা হয়, শ্রমিকদের জন্য মজুরি পুনঃনির্ধারণ করা হবে। কার্যত তা করা হয়নি।'
গত বছরের মে দিবসে প্রধানমন্ত্রী শ্রমিকদের মজুরির আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি উল্লেখ করে জাহেদুল হক বলেন, এক বছর পার হয়েছে। সময়ের সাথে সাথে বাড়ি ভাড়া, গ্যাস-বিদ্যুতের দাম, চিকিৎসা ব্যয়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দামসহ জীবনযাত্রার সব উপকরণের ব্যয় বৃদ্ধি পেয়েছে। কিন্তু বাংলাদেশের উন্নয়নের মূল চালিকাশক্তি শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে কোনো পদক্ষেপ লক্ষ করা যাচ্ছে না।
এসময় তিনি গার্মেন্টস শ্রমিকদের মজুরি পুনঃনির্ধারণে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানা। একইসঙ্গে তাদের ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা করার দাবি জানান।
আয়োজক সংগঠনের সভাপতি আহসান হাবিব বুলবুলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি খালেকুজ্জাোন লিপন, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সহ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক প্রমুখ।
সমাবেশ শেষে শ্রম প্রতিমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/২৪ মার্চ ২০১৬/শরীফ