রাজধানীর দারুসসালাম থানায় ৯টি নাশকতার মামলাসহ এক ডজন মামলায় হাজিরা দিতে বুধবার ঢাকার নিম্ন আদালতে যাবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
বাকি তিনটি মামলা হলো নাইকো দুর্নীতি মামলা, বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা ও একটি রাষ্ট্রদ্রোহ মামলা।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলাগুলোয় হাজিরা দেওয়ার জন্য বুধবার সকালে তিনি আদালতে উপস্থিত হবেন।
এদিকে খালেদা জিয়ার আদালতে যাওয়াকে কেন্দ্র করে নিম্ন আদালতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপির নবগঠিত কমিটি। বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদেরও আদালত প্রাঙ্গণে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/০৯ আগস্ট, ২০১৬/মাহবুব