জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধকালীন মুজিব নগর সরকারের পশ্চিমাঞ্চলীয় জোনের চেয়ারম্যান সাবেক সাংসদ আলহাজ্ব অ্যাড. এম আব্দুর রহিমকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
এম আব্দুর রহিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের পিতা।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট থেকে হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। তাকে ঢাকা বারডেম হাসপাতালে ভর্তি করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন তা পুত্র জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
২ আগষ্ট মধ্য রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউটে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে মঙ্গলবার ঢাকায় প্রেরণ করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ