বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া 'এফবি মায়ের দোয়া' নামের ফিশিং ট্রলারের ৯ জেলেকে প্রায় তিন ঘন্টা পর সাগর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ডুবে যাওয়া ট্রালারের জেলেদের উদ্ধার করে সুন্দরবনের দুবলার চরে নিয়ে এসেছেন অন্য জেলেরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের মেহেরআলীর চর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের ডুবো জাহাজ এলাকায় ঝড়ের কবলে পড়ে মাছ ধরা ট্রলারটি ডুবে যায়।
এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝি আব্দুস ছালাম শেখ জানান, সকালে বঙ্গোপসাগরের ডুবো জাহাজ এলাকায় জাল তোলার সময় আকষ্মিক ঝড় শুরু হয়। এ সময় ঘূর্ণি বাতাস ও প্রচণ্ড ঢেউয়ে ট্রলারটি ডুবতে শুরু করে। তখন ট্রলারে থাকা জেলেরা লাইফ বয়া নিয়ে বঙ্গোপসাগরে ঝাপ দেয়। প্রায় তিন ঘন্টা সাগরে ভেসে থাকার পর দুপুর ১টার দিকে অন্য একটি ফিশিং ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে সুন্দরবনের দুবলার চরে নিয়ে আসে।
উদ্ধার হওয়া জেলেদের মধ্যে রয়েছে, ট্রলারের মাঝি আব্দুস ছালাম শেখ(৩৫), মিজান শেখ (৩০), রিয়াজ সিকদার (২৪), কবির উদ্দিন (৩০), মো হাফিজুর (২৬), মিরাজ হাজী (২৯), জাকির হোসেন শেখ (৩১)। উদ্ধার হওয়া অন্য দুই জেলের নাম জানা যায়নি। এদের সবার বাড়ি পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়।
মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম ফরিদুজ্জামান খান বলেন, বর্তমানে বঙ্গোপসাগর অনেক বেশি উত্তাল রয়েছে। জেলেদের যে কোন ধরণের সহায়তার জন্য দুবলা, কচিখালিসহ কোস্টগার্ডের স্টেশনগুলো প্রস্তুত রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ