বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে টানা ৩৭ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আবারও লঞ্চ চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে লঞ্চ চলাচল শুরু হয় বলে নিশ্চিত করেছেন পাটুরিয়া নৌ-পুলিশের ইনচার্জ মো.সামসুল আলম। এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ৭টা থেকে এই রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়াসহ আরিচা-কাজিরহাট রুটের লঞ্চও বৃহস্পতিবার সকাল থেকে চলাচল শুরু করেছে। দীর্ঘ সময় লঞ্চ চলাচল বন্ধ থাকায় দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে হাজার হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে।
বিআইডব্লিউটিএ’র ওই কর্মকর্তা জানান, আওহাওয়ার অধিদফতরের সতর্ক সংকেত নামিয়ে দেওয়ার পর লঞ্চ মালিকদের এই রুটে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/১১ আগস্ট, ২০১৬/মাহবুব