বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা দুটি মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। একইসঙ্গে খিলগাঁও থানায় দায়ের করা মামলার বিপরীতেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা মতিঝিল থানায় দায়ের করা মামলাটি আমলে নিয়ে, রুহুল কবির রিজভিসহ ৫৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেন।
রিজভির আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জানান, তার মক্কেল অসুস্থ থাকায় হাজিরা দিতে না পেরে আদালতে সময়ের জন্য আবেদন করেন। কিন্তু আদালত আবেদন নাকচ করে, গ্রেফতারি পরায়ানা জারি করেন। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদনটি আগামি ১৮ সেপ্টেম্বর দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ নভেম্বর বিএনপি জামায়াত ঐক্যজোটের ডাকা ৬০ ঘণ্টার কর্মসূচি চলাকালে পুলিশের কর্তব্য পালনে বাধা, ভাঙচুর ও কমলাপুর বাজারের আনারকলি বেকারির সামনে তিনটি ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলা দায়ের করে মতিঝিল থানা পুলিশ। পুলিশের পক্ষ থেকে থানার উপ-পরিদর্শক কে এম আজিজুল হক এ মামলা দায়ের করে।
মতিঝিলের পাশাপাশি খিলগাঁও থানায় দায়ের করা অপর মামলার প্রেক্ষিতেও, উপস্থিতির জন্য আরও সময় চেয়ে করা রিজভির আবেদন নাকচ করে গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন আদালত।
বিডি-প্রতিদিন/এস আহমেদ