খুলনার কয়রা থানা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সুন্দরবনে বনদস্যু জোনাব বাহিনী সদস্য আনারুল সানা (৪৫) নিহত হয়েছে। আজ শুক্রবার ভোররাতে সুন্দরবনের কয়রা উপজেলা অংশের খড়খড়িয়া নদীর দক্ষিণ পাড়ে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থকে একটি দেশে তৈরী বন্দুক, পাঁচ রাউন্ড বন্দুকের তাজা কার্তুজ ও দুটি রাম দা উদ্ধার করেছে। এ সময় পুলিশের কনস্টেবল মো. আমিনুল ও মো. জাহিদুল আহত হন। এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে কয়রা উপজেলার মহারাজপুর এলাকা থেকে আনারুলকে আটক করে পুলিশ।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) শমসের আলী জানান, আনারুল দীর্ঘদিন ধরে সুন্দরবনে দস্যুবাহিনী পরিচালনা করে আসছিলেন। আটক হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদে অস্ত্রের সন্ধান দিলে তাকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। এ সময় পূর্বপরিকল্পিতভাবে তার সঙ্গিরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি করলে আনারুল ইসলাম নিহত হয়। নিহত আনারুলের বিরুদ্ধে খুন ও ডাকাতির ছয়টি মামলা রয়েছে। সে বনদস্যু জোনাব বাহনীর গুরুত্বপূর্ণ সদস্য ছিলো।
বিডি-প্রতিদিন/এস আহমেদ