প্রথমবারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
রবিবার দলের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে তাকে এ পদে নির্বাচিত করা হয়। ওবায়দুল কাদের বর্তমান সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
রবিবার বিকালে সম্মেলনের শেষ দিনের নির্বাচনী অধিবেশনে সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন গত কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নিজেই। এরপর এই পদে আর কোনো নাম প্রস্তাব না পাওয়ায় ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন।
বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর, ২০১৬/মাহবুব