সদ্য নির্বাচিত আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা অষ্টমবারের মতো আওয়ামী লীগের সভাপতি এবং ওবায়দুল কাদের প্রথমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর রাজধানীর সেগুনবাগিচায় এক অনুষ্ঠানে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাদের অভিনন্দন জানান তিনি।
এসময় তিনি আরও বলেন, বিএনপি আশা করে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে দিতে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কাজ করবেন।
বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর, ২০১৬/মাহবুব