চিনিকলের জন্য অধিগ্রহণ করা জায়গা থেকে সাঁওতাল পল্লী উচ্ছেদের ঘটনায় ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর ও ত্রাণ বিতরণের জন্য গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে রওনা দিয়ে বগুড়ায় গিয়ে রাত কাটাবেন প্রতিনিধি দলের সদস্যরা। পরের দিন সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঘটনাস্থলে যাবেন তারা।
শায়রুল কবির আরও জানান, খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকছেন সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্তকুণ্ড, স্বনির্ভর বিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তী ও বিএনপি নেতা সুশীল বড়ুয়া।
বিএনপি সূত্রে জানা যায়, ৫ সদস্যের এই প্রতিনিধি দল খালেদা জিয়ার পক্ষ থেকে সাঁওতাল পল্লীর অধিবাসীদের খোঁজ-খবর নেবেন, সমবেদনা জ্ঞাপন করবেন এবং কিছু আর্থিক সহযোগিতা তুলে দেবেন। পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার নেপথ্যের কারণ জানার চেষ্টার করবেন।
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর, ২০১৬/মাহবুব