কক্সবাজার-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। রবিবার রাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে তিনি মুক্তি পান।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেলার নাশির আহমেদ জানান, দুর্নীতির মামলায় কক্সবাজারে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য আব্দুর রহমান বদির জামিনের কাগজপত্র রবিবার বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ পৌঁছায়। পরে যাচাই বাছাই শেষে রাত পৌনে ৯টার দিকে তাকে মুক্তি দেয়া হয়।
এর আগে হাইকোর্টের একটি বেঞ্চ গত ১৬ নভেম্বর এমপি আব্দুর রহমান বদিকে ছয় মাসের জামিন দেন। পরে ওই জামিন স্থগিত চেয়ে দুদক ১৭ নভেম্বর আবেদন করে। রবিবার সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন রবিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জামিন স্থগিত আবেদনে ‘নো অর্ডার’ বলে আদেশ দেন। এই আদেশের ফলে এমপি বদির জামিন বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. আব্দুস সোবহান ২০১৪ সালের ২১ আগস্ট ঢাকার রমনা থানায় সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে মামলা করেন। ২০০৮ ও ২০১৩ সালে নির্বাচন কমিশনে জমা দেওয়া বিবরণীতে সম্পদের তথ্য গোপনপূর্বক মিথ্যা তথ্য ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি করা হয়।
এ মামলায় গত ০২ নভেম্বর সম্পদের তথ্য গোপনের দায়ে আবদুর রহমান বদিকে ৩ বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত। একই সঙ্গে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ডাদেশও দেওয়া হয়।
ওই রায়ের বিরুদ্ধে ১০ নভেম্বর হাইকোর্টে আপিল করেন এমপি বদি। তার আইনজীবীরা আপিল আবেদন আদালতে উপস্থাপনের সময় জামিন ও অর্থদণ্ড মওকুফের আবেদন করেন। শুনানির পর বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক বেঞ্চ আপিল শুনানির জন্য গ্রহণ করে বদিকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। সেই সঙ্গে নিম্ন আদালতের দেওয়া অর্থদণ্ড স্থগিত করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ