সাধারণ সম্পাদক ছাড়াও আরও ৪ জন আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে কাজ করবেন বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। তারা হলেন: মাহবুব-উল আলম হানিফ, ডা. দিপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও হাছান মাহমুদ। আজ সোমবার বাংলাদেশ প্রতিদিনকে ওবায়দুল কাদের একথা বলেন।
তিনি বলেন, "দলীয় কাজে সবসময়ই আমাকে ব্যস্ত থাকতে হয়। তাই মুখপাত্র হিসেবে এই চারজনকে মনোনীত করা হয়েছে। মূলত দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করতেই এ সিদ্ধান্ত। তবে এটাও খেয়াল রাখা হবে তাদের কাজে যেন কোনো সমন্বয়হীনতা না থাকে।"
বিডি-প্রতিদিন/ ২১ নভেম্বর, ২০১৬/ আফরোজ-০৭