দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, কমিশনের একার পক্ষে দুর্নীতি দূর করা সম্ভব নয়। সর্বস্তরের মানুষের সহায়তা দরকার। সাধারণ জনগণকে সংস্থার প্রতি বিশ্বাস রাখতে হবে। অনেক ক্ষেত্রে দুর্নীতি দমনে ব্যর্থ হলেও কমিশন সব সময় সচেষ্ট থাকবে বলে জানান তিনি। সোমবার রাজধানীর সেগুনবাগিচাস্থ দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন দুদক চেয়ারম্যান।
তিনি বলেন, বেশির ভাগ ক্ষেত্রে জনগণের আস্থা অর্জনে দুর্নীতি দমন কমিশন (দুদক) ব্যর্থ হলেও আমরা সবক্ষেত্রে ব্যর্থ হয়েছি, এটা সঠিক নয়। কারণ এ সময়ে আমাদের অনেক অর্জন হয়েছে। আমরা জনগণের আস্থা অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। যদিও অনেক ক্ষেত্রে সকলের প্রত্যাশা পূরণ করতে পারিনি। তবে সামনে আস্থা বাড়িয়ে সকলের প্রত্যাশা পূরণ করব।
বিডি প্রতিদিন/এ মজুমদার