বিএনপির নেতাকর্মীদের মামলা দিয়ে কারাগারে পাঠানের অভিযোগ করে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ''জনগণের দল বিএনপি যেন আর দাঁড়াতে না পারে, সেজন্য ষড়যন্ত্র করা হয়েছে। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে মিথ্যাচারের মাধ্যমে তারেক রহমানকে হত্যার চেষ্টা করা হয়েছে। আগামী দিনে আন্দোলনের মাধ্যমে এ সরকারকে বিদায় করতে হবে।''
তিনি অভিযোগ করেন, জনগণের কথা বলতে গিয়ে তারেক রহমানকে জেল, জুলুম, মিথ্যা মামলায় হয়রারি, এমনকি ঘর-বাড়ি থেকে উচ্ছেদ হতে হয়েছে। দেশের এ সময়ে তার মত দেশপ্রেমিক নেতার বড়ই প্রয়োজন বলেও মনে করেন তিনি।
মঙ্গলবার বগুড়া জেলা বিএনপির উদ্যোগে অায়োজিত ''তারেক রহমান ও বাংলাদেশ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।
বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে আলোচনা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, জেলা সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হুদা পপন। অনুষ্ঠানের শুরুতে কবুতর ও বেলুন উড়িয়ে জন্মদিন উৎসবের উদ্বোধন করেন নজরুল ইসলাম খান।
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৬/মাহবুব