মিয়ানমার সেনাবাহিনীর হাতে নির্যাতনের শিকার রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ করতে দেয়ার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইট ওয়াচ (এইচআরডাব্লিউ)।
বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক এই মানবাধিকার সংগঠনটির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক মীনাক্ষী গোস্বামী এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিক প্রথা অনুযায়ী, বাংলাদেশ নির্যাতিত রোহিঙ্গাদের প্রবেশ করতে দেয়ার ব্যাপারে অস্বীকার করতে পারে না।
মীনাক্ষী বলেন, বাংলাদেশ যুক্তি দিয়েছে তাদের পক্ষে এতো বিশাল সংখ্যক রোহিঙ্গার আশ্রয় দেয়ার সামর্থ নেই। এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।