কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রণীত নীতির আলোকে বিএডিসিকে (বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন) এগিয়ে নিয়ে যেতে হবে। সরকার বিএডিসিকে আরো শক্তিশালী করবে, যাতে এটি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। বিএডিসির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর বিএডিসি ভবনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতাকালে এ কথা বলেন তিনি।
শস্যের বহুমুখীকরণের জন্য এক সঙ্গে কাজ করতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এবং অন্যান্য স্থানীয় প্রতিষ্ঠানের কৃষি বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ রাইস রিচার্চ ইনিস্টিটিউট (বিআরআরআই) এবং ইন্টারন্যাশনাল রাইস রিচার্চ ইনিস্টিটিউট (আইআরআরআই) অধিক পানি ও খরাসহিষ্ণু শস্য বহুমুখীকরণে কৃষকদের উদ্বুদ্ধ করতে এক সঙ্গে কাজ করতে হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার