যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতে জরুরি অবতরণ করা প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইটটি ফের গন্তব্যস্থল বুদাপেস্টের উদ্দেশ্যে রওনা হয়েছে।
এর আগে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী এই ভিভিআইপি ফ্লাইটটি ( বিজি ১০১১) রবিবার দুপুর ২টা ১৫ মিনিটে তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতের আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
সন্ধ্যায় বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জানান, হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ এয়ারক্রাফট ‘রাঙ্গা প্রভাত’ যান্ত্রিক ত্রুটির কারণে রবিবার দুপুর ২টা ১৫ মিনিটে তুর্কমেনিস্তানের আশগাবাতের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তবে ফ্লাইটটিতে থাকা প্রকৌশলীরা তাৎক্ষণিকভাবে ত্রুটি মেরামত করতে সক্ষম হওয়ায় সন্ধ্যায় ফের হাঙ্গেরির উদ্দেশে উড়াল দেয় এয়ারক্রাফটি।
বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা ৩৭ মিনিটে ফ্লাইটটি আশগাবাত থেকে উড্ডয়ন করে বলে নিশ্চিত করেন শাকিল মেরাজ।
ধারণা করা হচ্ছে বাংলাদেশ সময় রাত এগারোটা নাগাদ হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ এই ভিভিআইপি ফ্লাইটটি।