প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব হিসেবে নিয়োগ পেলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।
রবিবার তাকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আগামী ১ ডিসেম্বর বর্তমান মুখ্যসচিব আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হবে। এরপর তিনি আবুল কালামের স্থলাভিষিক্ত হবেন।
কামাল আবদুল নাসের চৌধুরী বিসিএস ৮২তম নিয়মিত ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৫৭ সালের ৩১ ডিসেম্বর কুমিল্লার চৌদ্দগ্রামে জন্মগ্রহণ করেন। এর আগে শিক্ষা মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থেকে একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং পরবর্তীতে তথ্যসচিব হন কামাল চৌধুরী। তথ্যসচিব থেকে শিক্ষা সচিবের দায়িত্ব পেয়েছিলেন তিনি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালনের সময় ২০১৪ সালের ১৯ মার্চ সিনিয়র সচিব হন কামাল চৌধুরী।
বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর, ২০১৬/মাহবুব