মিয়ানমারে হত্যা-নির্যাতনের শিকার রোহিঙ্গা মুসলিমদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রবিবার (২৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “প্রতিবেশী দেশ মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নির্যাতনে আমি গভীরভাবে বেদনাহত। এমন নিষ্ঠুর কার্যকলাপের নিন্দা জানাবার কোনো ভাষা নেই”।
দেশবাসী এবং সারা বিশ্বের বিবেকবান মানুষদের প্রতি রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
আর একটি মানুষও হত্যাকাণ্ড, উচ্ছেদ ও নির্যাতনের শিকার না হয় সে বিষয়ে পদক্ষেপ নিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ