নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দিয়েছেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। অপরদিকে মান্নার পক্ষে ছিলেন শাহদীন মালিক ও ইদ্রিসুর রহমান।
রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে দায়ের করা দুই মামলায় মান্নাকে আটক করা হয়েছিল। তবে জামিন বহাল থাকলেও পুলিশের তদন্ত রিপোর্ট জমা দেয়া না পর্যন্ত মান্নার পাসপোর্ট জমা রাখার নির্দেশ দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৮ নভেম্বর, ২০১৬/ আফরোজ