আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে দেখা করতে সোমবার সকালে তার বাসায় যান সদ্য নির্বাচিত দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় তার সঙ্গে আওয়ামী লীগের অন্যান্য নেতাদের মধ্যে ছিলেন খালিদ মাহমুদ চৌধুরী, অসীম কুমার উকিল ও আফজাল হোসেন।
প্রসঙ্গত, গত ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন শেষে ২৮ অক্টোবর সৈয়দ আশরাফ লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। প্রথম দফায় ১৫ দিনের ছুটি নিয়ে গেলেও পরে আরও এক দফা ছুটি বাড়িয়ে প্রায় এক মাস যুক্তরাজ্যে অবস্থান করে রবিবার দেশে ফেরেন
তিনি।
বিডি-প্রতিদিন/২৮ নভেম্বর, ২০১৬/মাহবুব