ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) গ্রুপের বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে সোমবার সৌদি আরব যাবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সৌদি আরবের জেদ্দায় ১৪ থেকে ১৮ মে এই বৈঠক অনুষ্ঠিত হবে, তবে অর্থমন্ত্রী ১৬ থেকে ১৮ মে তিন দিনের বোর্ড অব গভর্নর বৈঠকে যোগ দেবেন।
আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থমন্ত্রী সোমবার জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। আইডিবি বৈঠকে যোগদানের আগে তিনি ওমরা হজ পালন করবেন।
আইডিবি বোর্ড অব গভর্নরস’র বার্ষিক সভায় উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক বিষয় আলোচনা হবে।
বৈঠকে ২০০০ প্রতিনিধি অংশ নেবেন এবং আইডিবি গ্রুপ সদস্য দেশের সম্ভাবনা কাজে লাগানো এবং চ্যালেঞ্জ মোকাবেলার সিদ্ধান্ত গ্রহণের জন্য এটি একটি আদর্শ সরকারের শীর্ষ পর্যায়ের প্যানেলিস্ট, বেসরকারি খাতের প্রতিনিধি, শিক্ষাবিদ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সপ্তাহব্যাপী এই বৈঠকে যোগ দেবেন। এ সময় সেমিনার ও মূল অধিবেশন অনুষ্ঠিত হবে। তিনি ১৯ মে দেশে ফিরবেন।
বিডি প্রতিদিন/১৪ মে ২০১৭/এনায়েত করিম