সৌদি আরবের মজলিশে শুরার স্পিকার এবং হারামাইন শরীফ ও মসজিদে নববীর খতিবদ্বয়ের বাংলাদেশ সফরের মাধ্যমে দু'দেশের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে বলে অভিমত ব্যক্ত করেছে সংসদীয় কমিটি।
একইসঙ্গে এদেশের ধর্মভিরু মানুষের সামনে ইসলামের আলোকে হারামাইন শরীফ ও মসজিদে নববীর খতিবদ্বয়ের জঙ্গিবাদ বিরোধী বক্তব্য তুলে ধরায় ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগের প্রশংসা করা হয়।
সংসদ ভবনে রবিবার অনুষ্ঠিত ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৫তম বৈঠকে এসব প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বজলুল হক হারুন। মো. আসলামুল হক, সাধন চন্দ্র মজুমদার, এ.কে.এম.এ আউয়াল (সাইদুর রহমান) এবং দিলারা বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে ২০১৭ সালের হজ সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের জন্য হজ সংক্রান্ত সকল কার্যক্রমে স্থায়ী কমিটির প্রতিনিধিত্ব নিশ্চিত করার সুপারিশ করা হয়।
বিডি প্রতিদিন/১৪ মে, ২০১৭/মাহবুব