অধস্তন আদালতের বিচারকদের আলাদা আচরণ ও শৃংখলাবিধির গেজেট জারির ক্ষেত্রে সরকারকে আরও দুই সপ্তাহ সময় দিয়েছেন আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। তবে গেজেট প্রকাশে সরকার পক্ষের বারবার সময় আবেদনে লজ্জিত আপিল বিভাগ।
জানা যায়, ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনাসহ রায় দেয়া হয়। ওই রায়ের ৭ম দফায় অধস্তন আদালতের বিচারকদের শৃংখলা বিধানের জন্য আলাদা শৃংখলাবিধি প্রণয়নের নির্দেশনা ছিল। কিন্তু সেটি আজও প্রণয়ন হয়নি।
বিডি প্রতিদিন/১৫ মে, ২০১৭/ফারজানা