সারা দেশে দাওরায়ে হাদিসের পরীক্ষা আজ সোমবার থেকে শুরু হয়েছে। দেশের প্রায় ৭৩৭টি কওমি মাদ্রাসার ১৯ হাজার ৪৭২ শিক্ষার্থী এ পরীক্ষা দিচ্ছে। প্রথম দিন দাওরায় হাদিসের বুখারি শরিফ দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।
দেশের ৬টি কওমি মাদ্রসা বোর্ডের সমন্বয়ে গঠিত সম্মিলিত কওমি মাদ্রাসা বোর্ডের অধীনে অভিন্ন প্রশ্নপত্রে মোট ২১৮টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। ১০টি বিষয়ে মোট এক হাজার নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে পরীক্ষার্থীদের।
দাওরায় হাদিস পরীক্ষা উত্তীর্ণ কওমি শিক্ষার্থীরা মাস্টার্সের (ইসলামিক স্টাডিজ এবং আরবি) সমমানের সনদ পাবেন। প্রথমবারের মতো তারা স্বীকৃতি পাবেন। শিক্ষা মন্ত্রণালয় গত ১৩ এপ্রিল কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ইসলামিক স্টাডিজ এবং আরবি এর সমমান ঘোষণা করে গেজেট প্রকাশ করে।
বিডি প্রতিদিন/১৫ মে, ২০১৭/ফারজানা