বনানীতে 'ধর্ষণের' ঘটনায় মামলার প্রধান আসামি সাফাত আহমেদের পিতা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ব্যাংক হিসাবে প্রাথমিক অনুসন্ধানে কিছু গড়মিল পাওয়া গেছে। আপন জুয়েলার্সে অবৈধ স্বর্ণ ও হিরা কেনাবেচার প্রমাণও মিলেছে।
শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল ইসলাম খান সোমবার বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরকে এসব তথ্য জানিয়েছেন।
সম্প্রতি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর আপন জুয়েলার্সের মালিক ও তার ছেলে সাফাত আহমেদের যাবতীয় ব্যাংক হিসাব তলব করে। শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক জানান, আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ব্যাংক লেনদেন ও তার লাইফস্টাইল আরও খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে তদন্ত চলছে।
বনানীতে 'ধর্ষণের' ঘটনায় 'ডার্টি মানি'র সন্ধানে আপন জুয়েলার্স ও দ্য রেইন ট্রি হোটেলে গতকাল রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান চালায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আপন জুয়েলার্সের গুলশান, উত্তরা, মৌচাক ও সীমান্ত স্কয়ারের ৫টি শো-রুমে এবং বনানীর দ্য রেইন ট্রি হোটেলে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা বিভাগ। এ সময় গুলশানে তাদের একটি শোরুম সিলগালা করে দেওয়া হয়। এ ছাড়া রেইনট্রি হোটেল থেকে অবৈধ মদ উদ্ধারের ঘটনায় তিনটি মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৫ মে, ২০১৭/ফারজানা