ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজও অস্থায়ী দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় বৃষ্টি হয়েছে ৯০ মিলিমিটার, খুলনায় ৯, রাজশাহীতে ২৬, সিলেটে ৩১, রংপুরে ৩, চট্টগ্রামে ২৫ ও কুমিল্লায় ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে, চট্টগ্রাম বিভাগে বৃষ্টির মাত্রা বেশি ছিল। ঢাকার পাশের জেলা টাঙ্গাইলে ৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফরিদপুরে ৫৭, মাদারীপুরে ৪৪, গোপালগঞ্জে ৩৮, সন্দ্বীপে ৪১ ও চাঁদপুরে ৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবারও বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমা লঘুচাপের কারণে বারবার বৃষ্টিপাত হচ্ছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে।