ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়িয়া চুয়াডাঙ্গা গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা সেলিমের বাড়ির পেছনের বাঁশ বাগানে পুঁতে রাখা অবস্থায় দুইটি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ভেস্ট দুইটি উদ্ধার করে র্যাব ও পুলিশের যৌথ ইউনিট।
র্যাবের এএসপি আবুল কালাম আজাদ জানান, বেলা সোয়া ১১টার দিকে খুলনা থেকে আসা র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট অভিযান শুরু করে।
এর আগে মঙ্গলবার সকাল ৭টা থেকে ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা নামক গ্রামে সেলিম ও প্রান্ত নামে দুইজনের বাড়ি ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখে র্যাব-৬।
ওই দুইটি বাড়িতে বিপুল পরিমাণ বোমা ও বিস্ফোরক থাকতে পারে বলে র্যাবের ঝিনাইদহ কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান।
র্যাবের অধিনায়ক আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সকাল ৭টা থেকে চুয়াডাঙ্গা গ্রামের সেলিম ও প্রান্ত নামে দুই ব্যক্তির বাড়ি র্যাব ঘিরে রাখে।
গত ৭ মে মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামে নিহত জঙ্গি তুহীনের ভাই সেলিম ও প্রান্ত তার চাচাতো ভাই।
উল্লেখ্য,৭ মে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বজরাপুর এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালায় আইন-শৃঙ্খলা বাহিনী। ওই অভিযানে দুই জঙ্গি নিহত হয়। একইদিন বজরাপুরের পাশাপাশি সদর উপজেলার লেবুতলায়ও একটি পরিত্যক্ত জঙ্গি আস্তানা থেকে কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়।
এর আগে ২২ এপ্রিল ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের ঠনঠনেপাড়ায় জঙ্গি আস্তানায় সিটিটিসি ইউনিটের সদস্যরা অপারেশন 'সাউথ প' চালায়। প্রায় ৪ ঘণ্টা ৪৫ মিনিটের অভিযানে ওই জঙ্গি আস্তানা থেকে বিস্ফোরক তৈরি রাসায়নিক ভর্তি ২০টি ড্রাম, একটি সেভেন পয়েন্ট সিক্স বোরের পিস্তল, একটা ম্যাগজিন, সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পাঁচটি বোমা নিষ্ক্রিয় করা হয়। বাড়ির ভেতর থেকে ১৫টি জিহাদি বইও উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ১৬ মে ২০১৭/আরাফাত