পবিত্র রমজান মাসকে সামনে রেখে সোমবার থেকে শুরু হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রিতে দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। বাজারদরের চেয়ে কম দামে পণ্য বিক্রি হওয়ায় মতিঝিলের চারটিসহ রাজধানীর ৩৫টি স্পটে ছোলা, সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রিতে জনসাধারণের দীর্ঘ লাইন দেখা গেছে।
এবারের স্পটগুলোতে কেজিপ্রতি চিনি ৫৫ টাকা, ছোলা ৭০ টাকা ও মসুর ডাল ৮০ টাকা এবং সয়াবিন তেল ৮৫ টাকা লিটারে বিক্রি করা হচ্ছে। তবে খেজুর বিক্রি করা হবে আরেও ৩-৪ দিন পর থেকে। বাজারের চেয়ে এখানে দাম কম থাকায় সোমবার মতিঝিলের স্পটগুলোতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পণ্য কিনতে দেখা গেছে ক্রেতাদের।
বিডি প্রতিদিন/১৬ মে ২০১৭/এনায়েত করিম