নেত্রকোনার খালিয়াজুরীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৮ মে) সকাল ৯টা ৪৯ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার খালিয়াজুরী মাঠে অবতরণ করে।
সকাল ১০টা থেকে ১২টা ১০ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী। এরপর তিনি সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও এক জনসভায় মিলিত হবেন। দুপুরেই প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
এসপি জয়দেব চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ