রাজধানীর নিউ মার্কেটে আমিন জুয়েলার্সের শো-রুমে ভ্যাট গোয়েন্দাদের অভিযানের পর অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ জুয়েলারী মালিক সমিতি (বাজুস)। বৃহস্পতিবার বিকেলে এ ধর্মঘট ডাকা হয়।
নিশ্চিত করেছেন সমিতির সাধারণ সম্পাদক দীলিপ কুমার আগরওয়ালা। সারাদেশের জুয়েলারি দোকানে এই ধর্মঘট কার্যকর হবে।
তাৎক্ষণিকভাবে দীলিপ কুমার বলেন, আমাদের মিটিং চলছে। সমিতির সিদ্ধান্তে ধর্মঘট ডাকা হয়েছে। বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে ব্যবসার খাতাপত্রসহ নিউ মার্কেটের আমিন জুয়েলার্সের ব্যবস্থাপককে ধরে নিয়ে গেছে ভ্যাট গোয়েন্দারা। এ ঘটনার প্রতিবাদে জুয়েলারিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হয়েছে।
রাজধানীর বনানীতে চার তারকা হোটেল রেইনট্রিতে দুই তরুণীকে ধর্ষণ করার অভিযোগে গত ৬ মে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধু সাদমান সাকিফসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়। এরপর থেকেই আপন জুয়েলার্সের বিভিন্ন শো-রুমে অভিযান পরিচালনা করে আসছে শুল্ক গোয়েন্দারা। বিভিন্ন শাখায় ব্যাখ্যাহীনভাবে মজুত সোনা ও হীরার ব্যাখ্যা দিতে আপন জুয়েলার্সের মালিককে তলব করে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। তবে তাদের পক্ষ থেকে সময় আবেদন করায় আগামী ২৩ মে পর্যন্ত সময় দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ ১৮ মে ২০১৭/আরাফাত