আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতারা ঢাকায় বসে বড় বড় কথা বলছেন। তাদের নেত্রী (খালেদা জিয়া) যিনি, তিন তিনবারের প্রধানমন্ত্রী, তিনি কি একবারও হাওরাঞ্চলে গিয়েছেন? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল একবার হাওরাঞ্চলে গিয়েছিলেন। তিনি দুর্গত মানুষকে কোনো সাহায্য দেননি। তিনি গিয়েছিলেন সেখানে ফটোসেশনের জন্য। আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হল শাখার ছাত্রলীগ নেতাদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির মুখে গণতন্ত্রের বুলি ‘ভূতের মুখে রাম নাম’। তারা বহুদলীয় গণতন্ত্রের কথা বলে। তাদের বহুদলীয় গণতন্ত্র ছিলো রাতের বেলায় কারফিউ আর দিনের বেলা খাল কাটা।
অনুষ্ঠানে ছাত্রলীগ নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের নেতাদের মেধা, বুদ্ধি, যোগ্যতা, দক্ষতা দিয়ে আকর্ষণীয় হতে হবে। ছাত্রলীগের নেতাকর্মীদের এমন কিছু করা যাবে না যেন শেখ হাসিনার অর্জন নষ্ট হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার