নরসিংদীর গাবতলীতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব-১১) সদস্যরা। তাদের সঙ্গে যোগ দিয়েছে নরসিংদী পুলিশও। জানা গেছে, ঢাকা থেকে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছলে অভিযান শুরু করা হবে।
এর আগে, শনিবার বিকাল ৪টার দিকে গাবতলী এলাকার দুবাই প্রবাসী মাইনুদ্দিনের বাড়িটি ঘিরে ফেলে তারা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
র্যাব-১১ এর সিনিয়র এএসপি আলেক উদ্দিন জানান, বাড়িটিতে ৫ থেকে ৬ জনের মতো 'জঙ্গি' অবস্থান করছে। জঙ্গি সন্দেহে গাবতলীর ওই বাড়িটি ঘিরে রেখেছি। ঢাকা থেকে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসছেন। তারা আসার পর অভিযানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
যেকোনো সময়ই বাড়িটিতে অভিযান শুরু হতে পারে বলে জানা গেছে। ইতিমধ্যেই র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান ঘটনাস্থলে পৌঁছেছেন। তিনি সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত দেয়ার পরই অভিযান শুরু হবে বলে জানা গেছে।
এর মধ্যে ওই বাড়ি ঘিরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। নরসিংদীর জেলা প্রশাসক সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, “ওই বাড়ির চার পাশে ৫০০ গজের মধ্যে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।”
বিডি-প্রতিদিন/২১ মে, ২০১৭/মাহবুব