সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণে মঙ্গলবার শপথ নেন তিন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী। একদিন পর আজ বুধবার মন্ত্রিসভায় রদবদল হয়েছে। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়া লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামালকে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকের পর বুধবার দুপুরে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানিয়েছেন।
এদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর দায়িত্বে থাকা রাশেদ খান মেননকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/০৩ জানুয়ারি, ২০১৭/মাহবুব