রেমিট্যান্সের অর্থ হুন্ডি করায় মানিলন্ডারিং মামলায় ৮ বিকাশ এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার গভীর রাতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অর্গানাইজড ক্রাইমের পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম। তবে তাৎক্ষণিকভাবে গ্রেফতারদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।
রেমিটেন্সের অর্থ অবৈধভাবে বিকাশের মাধ্যমে হুন্ডি করার অভিযোগে মানি লন্ডারিং আইনে তাদের বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে।
বৃহস্পতিবার সিআইডির মালিবাগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/ ০৪ জানুয়ারি ২০১৮/ এনায়েত করিম