বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, বাইরে থেকে বিমানের অনেক বদনাম শুনেছি। বিমানকে লাভজনক করা কঠিন কাজ না। আমাকে অনেকে বলেছেন আগুনে ফেলা হলো। আমি আগুন মনে করি না, আমার কাছে পানি।
বৃহস্পতিবার সকালে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
এ কে এম শাহজাহান কামাল আরও বলেন, বেশি দিন সময় পাবো না। তবে কর্মকর্তাদের সহযোগিতা পেলে আমি কাজ করতো পারবো। প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আমার জীবনের বিনিময়ে হলেও, আমার রক্ত দিয়ে হলেও বিমানকে লাভজনক করবো।
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি, ২০১৮/ফারজানা