প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষ যাতে আধুনিক ও উন্নত জীবন-যাপন করতে পারে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। রাজধানীর গণপরিবহনে র্যাপিড পাস ও ই-টিকিট কার্যক্রম এরই অংশ। কারণ বিশ্ব এগিয়ে যাচ্ছে, আর বাংলাদেশও পিছিয়ে নেই।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গণপরিবহনের জন্য সমন্বিত একই ই-টিকিট ব্যবহার পদ্ধতি 'র্যাপিড পাস' কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ প্রকল্পের উদ্বোধন করেন।
বিডিপ্রতিদিন/ ০৪ জানুয়ারি, ২০১৮/ ই জাহান