গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) ও ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সংসদীয় আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৩ মার্চ। এই নির্বাচনের তফসিল আগামী ৫ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক বৈঠক শেষে কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ এই কথা জানান।
উল্লেখ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক গত বছরের ১৬ ডিসেম্বর মারা যান। তিনি ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য ছিলেন। এরপর একই বছরের ১৯ ডিসেম্বর মারা যান গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা। এর ফলে সংসদীয় আসন দুইটি শূন্য হয়ে পড়ে।
বিডি প্রতিদিন/০৪ জানুয়ারি ২০১৮/আরাফাত