শিরোনাম
- গাজায় ইসরায়েলের হামলায় মার্কিন নাগরিক নিহত
- শুল্ক হ্রাসে আত্মতুষ্টি নয়, বাণিজ্য কৌশল বদল জরুরি
- একাত্তরে শ্রেণিমুক্তির মীমাংসা ঘটেনি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২ আগস্ট)
- ২৪-এর গণঅভ্যুত্থানে সর্বস্তরের ছাত্র-জনতা অংশগ্রহণ করেছিল : নবীউল্লাহ নবী
- আপনারা রিকশা থেকে বিএমডব্লিউতে চড়লেন কীভাবে : হাবিব উন নবী
- রাজধানীতে মুখোশ পরে এসে প্রকাশ্যে মাথায় গুলি
- পিআর পদ্ধতির পেছনে অন্য উদ্দেশ্য আছে : মির্জা আব্বাস
- খুলনায় যুবককে কুপিয়ে হত্যা
- সাইমের অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজে এগিয়ে পাকিস্তান
- সমর্থকদের অসদাচরণের জন্য শাস্তি পেল পিএসজি
- মালয়েশিয়া যেতে আগ্রহীদের সতর্ক করলো হাইকমিশন
- ৫ আগস্টের মধ্যে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে: জোনায়েদ সাকি
- সিলেটে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
- সন্তান ভিডিও আপলোড করলে জানতে পারবে মা-বাবা
- এআই প্রযুক্তির মাধ্যমে বয়স শনাক্ত করবে ইউটিউব
- ছাগল খেয়ে ফেলায় অজগরকে পিটিয়ে মারল গ্রামবাসী
- বর্ষায় সুস্থ থাকতে খেতে হবে যেসব প্রোটিনসমৃদ্ধ খাবার
- মুখের দুর্গন্ধ এড়াতে যা করবেন
- ডেঙ্গু-চিকুনগুনিয়া কি একসঙ্গে হতে পারে
ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি দেশে ফিরল
অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন

ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে পাচার হওয়া শিশু-কিশোরসহ ১৪ বাংলাদেশি নারী-পুরুষ ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় ভারতের হরিদাসপুর (পেট্রাপোল) ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হন্তান্তর করেন। তাদের মধ্যে ৮ নারী, ৫ পুরুষ ও ১ জন শিশু রয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ভালো চাকরির প্রলোভন দেখিয়ে দালালরা অবৈধ পথে তাদের ভারতে নিয়ে যায়। সেখানে পুলিশের কাছে ধরা পড়ে বিভিন্ন মেয়াদে (২ থেকে ৪ বছর) কারাভোগের পর বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরেছে। এর মধ্যে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার হাওড়া লিলুয়া হোমে ৮ জন নারী এবং বারাসাতের কিশালয় শেল্টার হোমে ৫ জন পুরুষ ও ১ জন শিশু আটক ছিল। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির পর অবশেষে তারা দেশে ফেরত আসে।
যারা ফেরত এসেছেন তারা হলেন- চাঁদপুর জেলার আব্দুর রশিদের মেয়ে সাথি আক্তার (২০), বাগেরহাট জেলার সালাম মীরের মেয়ে মুক্তা আক্তার (১৬), যশোর জেলার শার্শা থানার মান্নান শেখের ছেলে সেলিম (১৭), খুলনা জেলার দৌলতপুর এলাকার আনোয়ারের মেয়ে আখি খাতুন (২১), কবির শেখের ছেলে আবু হাসান (২), ঢাকার পল্লবী থানার হারুনুর রশীদের মেয়ে হালিমা খাতুন (২১), হাসান আহমেদের মেয়ে সালমা আক্তার (২২), মাগুরা জেলার শ্রীপুর থানার মান্নান মজুমদারের মেয়ে শিরীনা বেগম (২১), সুভাস চন্দ্র বিশ্বাসের মেয়ে শিমু বিশ্বাস (১৫), গাজীপুর জেলার টঙ্গী থানার আজিজুল হকের মেয়ে আকলিমা খাতুন (১৮), যশোর সদরের এরশাদ আলী মোড়লের ছেলে ইসরাফিল (১৫), শাহবুদ্দিন এর ছেলে হায়দার আলী (১৪), সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার সাহেব আলী শেখের ছেলে মমিনুর শেখ (১৫) ও নাসির শেখ (১৩)।
ফেরত আসা ১৪ জনের মধ্যে আহসানিয়া মিশন ৫ জনকে, যশোর রাইটস ৫ জনকে এবং মহিলা আইনজীবী সমিতি ৪ জনকে গ্রহণ করে যশোরে নিজস্ব শেল্টার হোমে রাখবে।
পরে তাদের অভিভাবকদের সাথে যোগাযোগ করে হস্তান্তর করা হবে বলেও জানান মহিলা আইনজীবী সমিতির কাউন্সিলর নুরুন নাহার।
বিডি প্রতিদিন/০৫ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম
এই বিভাগের আরও খবর