শিরোনাম
- কালকিনিতে গৃহবধূকে আটকে রেখে নির্যাতন, দোষীদের শাস্তি দাবি
- সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজির পাঁচ বছরের কারাদণ্ড
- পাকিস্তানকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
- নওগাঁয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা
- আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হচ্ছে গ্র্যান্ড সুফী নাইট
- দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৬৩২
- কালকিনিতে আড়িয়াল খাঁ নদীর ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার
- মানুষের আস্থা অর্জন করাই বিচার বিভাগের কাজ : প্রধান বিচারপতি
- হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন শেহবাজ শরিফ
- সারা দেশে পুলিশের অভিযান, গ্রেফতার ১৬৪৪
- নির্বাচনে গাদ্দাফির অর্থ ব্যবহার, দোষী সাব্যস্ত সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজি
- গাজা ইস্যুতে ২১-দফা নতুন পরিকল্পনা ট্রাম্পের
- বগুড়ায় বাসের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত
- ভারতে আটক ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
- ক্যাম্পবেলটাউনে আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভ নিয়ে মতবিনিময়
- দিনাজপুরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু
- চুয়াডাঙ্গায় ৬৫০ গ্রাম দানাদার রুপা জব্দ
- নওগাঁয় ভূমি অধিগ্রহণের চেক হস্তান্তর
- প্রতারক চক্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের
- নওগাঁয় রাস্তার পাশে পড়েছিল নারীর মরদেহ
ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি দেশে ফিরল
অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন

ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে পাচার হওয়া শিশু-কিশোরসহ ১৪ বাংলাদেশি নারী-পুরুষ ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় ভারতের হরিদাসপুর (পেট্রাপোল) ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হন্তান্তর করেন। তাদের মধ্যে ৮ নারী, ৫ পুরুষ ও ১ জন শিশু রয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ভালো চাকরির প্রলোভন দেখিয়ে দালালরা অবৈধ পথে তাদের ভারতে নিয়ে যায়। সেখানে পুলিশের কাছে ধরা পড়ে বিভিন্ন মেয়াদে (২ থেকে ৪ বছর) কারাভোগের পর বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরেছে। এর মধ্যে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার হাওড়া লিলুয়া হোমে ৮ জন নারী এবং বারাসাতের কিশালয় শেল্টার হোমে ৫ জন পুরুষ ও ১ জন শিশু আটক ছিল। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির পর অবশেষে তারা দেশে ফেরত আসে।
যারা ফেরত এসেছেন তারা হলেন- চাঁদপুর জেলার আব্দুর রশিদের মেয়ে সাথি আক্তার (২০), বাগেরহাট জেলার সালাম মীরের মেয়ে মুক্তা আক্তার (১৬), যশোর জেলার শার্শা থানার মান্নান শেখের ছেলে সেলিম (১৭), খুলনা জেলার দৌলতপুর এলাকার আনোয়ারের মেয়ে আখি খাতুন (২১), কবির শেখের ছেলে আবু হাসান (২), ঢাকার পল্লবী থানার হারুনুর রশীদের মেয়ে হালিমা খাতুন (২১), হাসান আহমেদের মেয়ে সালমা আক্তার (২২), মাগুরা জেলার শ্রীপুর থানার মান্নান মজুমদারের মেয়ে শিরীনা বেগম (২১), সুভাস চন্দ্র বিশ্বাসের মেয়ে শিমু বিশ্বাস (১৫), গাজীপুর জেলার টঙ্গী থানার আজিজুল হকের মেয়ে আকলিমা খাতুন (১৮), যশোর সদরের এরশাদ আলী মোড়লের ছেলে ইসরাফিল (১৫), শাহবুদ্দিন এর ছেলে হায়দার আলী (১৪), সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার সাহেব আলী শেখের ছেলে মমিনুর শেখ (১৫) ও নাসির শেখ (১৩)।
ফেরত আসা ১৪ জনের মধ্যে আহসানিয়া মিশন ৫ জনকে, যশোর রাইটস ৫ জনকে এবং মহিলা আইনজীবী সমিতি ৪ জনকে গ্রহণ করে যশোরে নিজস্ব শেল্টার হোমে রাখবে।
পরে তাদের অভিভাবকদের সাথে যোগাযোগ করে হস্তান্তর করা হবে বলেও জানান মহিলা আইনজীবী সমিতির কাউন্সিলর নুরুন নাহার।
বিডি প্রতিদিন/০৫ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম
এই বিভাগের আরও খবর