বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মানোন্নয়নে সকল কর্মচারী, শিল্পী, কলাকুশলীসহ সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।
আজ বাংলাদেশ টেলিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তার দপ্তরে বৈঠককালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে। বিটিভিকে সংবাদ ও বিনোদনমূলক অনুষ্ঠানের পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরতে হবে, যাতে জনগণ এর সুফল সম্পর্কে সচেতন হয়।
এছাড়াও বিটিভিকে দ্রুত ডিজিটালাইজড করার বিষয়ে গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।
তথ্যসচিব মো. নাসির উদ্দিন আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন অর রশিদ, উপ-মহাপরিচালক (বার্তা) মোহাম্মদ নাসির উদ্দিন, উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) সুরৎ কুমার সরকার, প্রধান প্রকৌশলী মো. সোলেমান হক, মহাব্যবস্থাপক মাসুদুল হক, মূখ্য বার্তা সম্পাদক ড. সৈয়দা তাসমিনা আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।বাসস
বিডিপ্রতিদিন/ ০৮ জানুয়ারি, ২০১৮/ ই জাহান