দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, স্বামীদের অবৈধ অর্থ যাতে স্ত্রীদের নামে না রাখা যায়, এ ব্যাপারে স্ত্রীদের সাবধান হওয়া উচিত।
ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘অবৈধ উপায়ে সম্পদ অর্জনের দায়ে প্রায় ১০টি মামলায় মূলত যাদের আসামি হওয়ার কথা, সেখানে তাদের স্ত্রীরাও আসামি হয়েছে। এটি একটি সামাজিক সমস্যা বলে মনে হয়েছে আমাদের কাছে। স্ত্রীদের জিজ্ঞেস করার পরে স্ত্রীরা বলে যে আমরা তো কিছুই জানি না। সামাজিকভাবে এই বিষয়টির ব্যাপারে কিছু করা যায় কি না, অবৈধ অর্থ যাতে স্ত্রীদের নামে না রাখা যায়, স্ত্রীরা যাতে সাবধান হয়, সেই বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব।’
তিনি আরও জানান, 'এর আগে অবৈধ সম্পদ নিজের নামে থাকার দায়ে বেশ কয়েকজন অভিযুক্তের স্ত্রীকে আসামি করা হয়েছিল। বাদ পড়েননি মন্ত্রী ও সংসদ সদস্যদের স্ত্রীরাও। তবে এবার এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।'
বিডিপ্রতিদিন/ ০৯ জানুয়ারি,২০১৮/ ই জাহান